বাংলাদেশের ব্যাটিং বাড়িয়ে দিল শ্রীলঙ্কার আনন্দ–উৎসব

2025-07-13 21:40
বাংলাদেশ ক্রিকেট দল,বাংলাদেশ শ্রীলঙ্কা সিরিজ
শ্রীলঙ্কার বিপক্ষে টি–টোয়েন্টি সিরিজও হার দিয়েই শুরু করেছে বাংলাদেশ দল।

বাংলাদেশের ব্যাটিং বাড়িয়ে দিল শ্রীলঙ্কার আনন্দ–উৎসব

ক্রীড়া সম্পাদক, প্রথম আলো

আপডেট: ১০ জুলাই ২০২৫, ১৭: ৫৬

লিটন দাস ১১ বল খেলে ৬ রান করেন।

শ্রীলঙ্কা ৭ উইকেটে জয়ী।

ক্যারিবীয় ক্রিকেটের সঙ্গে শ্রীলঙ্কার ক্রিকেটের এক দারুণ মিল—টি-টোয়েন্টি ক্রিকেটকে তারা রীতিমতো উৎসব বানিয়ে ফেলে। দুই দেশই পেয়েছে টি-টোয়েন্টির বিশ্বসেরা হওয়ার স্বাদ। সঙ্গে ওয়েস্ট ইন্ডিজের সিপিএল আর শ্রীলঙ্কার এলপিএলেরও অবদান আছে বিশ্বের দুই প্রান্তের এই দুই দেশে টি-টোয়েন্টির জনপ্রিয়তা বাড়াতে।

এসালা পূর্ণিমা পোয়া দিবসের সাধারণ ছুটি আজ সেই উৎসবে মেতে ওঠার সুযোগ আরও বাড়িয়ে দিল ক্যান্ডির দর্শকদের। শ্রীলঙ্কা ক্রিকেট সকাল সকালই ঘোষণা দিয়েছে, প্রথম টি-টোয়েন্টির আর কোনো টিকিট নেই, সব বিক্রি হয়ে গেছে। তারপরও সন্ধ্যার ম্যাচটি দেখতে দুপুর থেকে পাল্লেকেলে স্টেডিয়ামের আশপাশে টিকিটপ্রত্যাশীদের ভিড়। এর আগে গত দুই দিন ক্যান্ডির হোটেল-রেস্তোরাঁর কর্মচারী আর টুকটুক-উবার ড্রাইভারদের অসংখ্য অনুরোধ শুনতে হয়েছে টিকিট চেয়ে।

আজ সন্ধ্যায় যখন খেলা শুরু হলো, পাল্লেকেলের ভরা গ্যালারিতে উৎসব থামতেই চাচ্ছিল না। বলা বাহুল্য, তাতে বাংলাদেশের ব্যাটসম্যানদের ‘অবদান’ও কম নয়। ছুটির দিনের সন্ধ্যাটা আনন্দ-ফুর্তিতে কাটানোর মেজাজেই ঢোল-বাদ্য-পতাকা নিয়ে মাঠে এসেছিলেন দর্শক। টসে হেরে ব্যাটিংয়ে নামা বাংলাদেশের ব্যাটসম্যানরা যেন তাতে ‘সংগত’ দিতেই একে একে উইকেট বিলিয়ে দিয়ে আসতে লাগলেন।

অবশ্য ১৫৪ রানে ইনিংস শেষ করা বাংলাদেশকে হারাতে শেষ দিকে শ্রীলঙ্কাকেও একটু সময় নিতে হয়েছে। পাতুম নিশাঙ্কা আর কুশল মেন্ডিসের ঝোড়ো ব্যাটিং ৪.৪ ওভারে ওপেনিং জুটিতেই শ্রীলঙ্কাকে এনে দেয় ৭৮ রান।

সেখান থেকে জয় পেতে শ্রীলঙ্কাকে ১৯তম ওভার পর্যন্ত খেলতে হয়েছে। কারণ, তিন ছক্কা আর পাঁচ বাউন্ডারিতে মাত্র ১৬ বলে ৪২ করা নিশাঙ্কার বিদায়ের পর আক্রমণের ধারও কিছুটা কমে আসে শ্রীলঙ্কার। ১৪৮ রানের মধ্যে পড়ে ৩ উইকেট, যার তৃতীয়টি আসে শর্ট এক্সট্রা কাভারে শামীম হোসেনের শূন্যে ভেসে নেওয়া দুর্দান্ত ক্যাচে। মোহাম্মদ সাইফউদ্দিনের বলে কুশলের ৫১ বলে ৭৩ রানের ইনিংস শেষ হয় ওখানেই।

শ্রীলঙ্কার জয়ের ভিত গড়ে দেন দুই ওপেনার পাতুম নিশাঙ্কা ও কুশল মেন্ডিস।

সাকিব আল হাসানের পর টি-টোয়েন্টিতে বাংলাদেশের বিশ্ব তারকা মোস্তাফিজুর রহমানকে একাদশে না রেখে আজ চমকই দিয়েছে টিম ম্যানেজমেন্ট। টি-টোয়েন্টির তারকাদ্যুতি দিয়ে মোস্তাফিজ ওয়ানডে খেলেন, আবার ওয়ানডের ম্লান পারফরম্যান্স তাঁকে বাদ দিয়ে দিল টি-টোয়েন্টির দল থেকে! একটু অদ্ভুতই লাগল সেটা। এক বছর পর মোহাম্মদ সাইফউদ্দিন এবং প্রায় তিন বছর পর মোহাম্মদ নাঈমের দলে ফেরাটাও এ ম্যাচে বিশেষভাবে উল্লেখযোগ্য।

এত দিন পর ফেরা নাঈমের ২৯ বলে অপরাজিত ৩২ রানের ইনিংসটি হয়তো সে অর্থে টি-টোয়েন্টিসুলভ ছিল না। তবে ৮৯ রানের মধ্যে তানজিদ, লিটন, পারভেজ ও তাওহিদ হৃদয় ফিরে যাওয়ার পর নাঈমের ওই ব্যাটিংকেই মনে হচ্ছিল ‘অনেক ভালো’। পঞ্চম উইকেটে মেহেদী হাসান মিরাজের সঙ্গে ৬ ওভারে তাঁর ৪৬ রানের জুটিতে ১৯তম ওভার পর্যন্ত আর কোনো উইকেট হারাতে হয়নি বাংলাদেশকে। এক ছক্কা ও এক চার মারা নাঈম থেকে যান অপরাজিত।

বাংলাদেশ ইনিংসে ওপেনিংয়ে নেমে পারভেজের ২২ বলে ৩৮ আর শেষ দিকে দুই ছক্কায় শামীমের ৫ বলে ১৪ রানের ইনিংস দুটিকেই কেবল টি-টোয়েন্টিসুলভ মনে হয়েছে।

শেষ দিকে শামীম হোসেনের দুই ছক্কায় দেড় শ পেরোয় বাংলাদেশের সংগ্রহ।

পাঁচ ওভারে ৪৬ রান তুলে ফেলে শুরুটা খারাপ করেননি দুই ওপেনার পারভেজ ও তানজিদ। পারভেজই ছিলেন বেশি আক্রমণাত্মক। করুণারত্নের করা ইনিংসের দ্বিতীয় বলে পুল শটে মিড উইকেট দিয়ে চার মেরে শুরু তাঁর। পারভেজ পরে চার মেরেছেন আরও চারটি, এর মধ্যে তিকসানার করা ইনিংসের চতুর্থ ওভারেই তিনটি। পরে ডিপ মিড উইকেট দিয়ে আসিতা ফার্নান্দোর বলে মেরেছেন বিশাল ছক্কাও।

অপর প্রান্তে টি-টোয়েন্টির মেজাজ ছিল না তানজিদের ব্যাটে। ১৭ বলে ১৬ করে পঞ্চম ওভারের শেষ বলে তুষারার ইয়োর্কার করতে গিয়ে হয়ে যাওয়া লো ফুল টসে শর্ট মিড উইকেটে ক্যাচ দেন তিনি। এরপর ৬৫, ৬৭ আর ৮৯ রানে একে একে ফিরে যান লিটন, পারভেজ আর হৃদয়ও। লিটন এলবিডব্লু হয়েছেন ভ্যান্ডারসের গুগলিতে সুইপ করতে গিয়ে, পারভেজ তিকসানাকে লং অনের আকাশে ক্যাচ তুলে দিয়ে আর হৃদয় শানাকার বলে কট বিহাইন্ড হয়ে। উইকেট দিয়ে আসার নেশাই যেন পেয়ে বসেছিল তখন ব্যাটসম্যানদের।

পঞ্চম উইকেটে নাঈম আর মিরাজের প্রতিরোধ আরও উইকেট পড়া ঠেকালেও দলের রানটা তেমন বাড়াতে পারেনি। শ্রীলঙ্কার জন্য তাই লক্ষ্যটা দাঁড়ায় সহজ। ছুটির সন্ধ্যায় ‘শ্রীলঙ্কা, শ্রীলঙ্কা’ জয়োল্লাসে গ্যালারি মুখর করে তোলা দর্শকদের হতাশ করেনি চারিত আসালাঙ্কার দল।

প্রথম টি–টোয়েন্টি: ৬ বল আর ৭ উইকেট হাতে রেখে ম্যাচ জিতল শ্রীলঙ্কা

প্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বাংলাদেশ শ্রীলঙ্কা সিরিজ