মাদরাসা শিক্ষা অধিদপ্তরের নাম ভাঙিয়ে প্রতারণা: সতর্কতা জারি

2025-06-30 13:30
মাদরাসা শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের নাম ব্যবহার করে শিক্ষা প্রতিষ্ঠানের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

HomeMadrasaFraud in the name of the madrasa education directorate warning issued

মাদরাসা শিক্ষা অধিদপ্তরের নাম ভাঙিয়ে প্রতারণা: সতর্কতা জারি

দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক

মাদরাসা 30/06/2025 11:07 amপ্রকাশিত:

মাদরাসা 30/06/2025 11:07 amপ্রকাশিত:

মাদরাসা শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের নাম ব্যবহার করে শিক্ষা প্রতিষ্ঠানের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। #প্রধান শিক্ষক #কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ #শিক্ষার্থী #মাদরাসা শিক্ষার্থী

মাদরাসা শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের নাম ব্যবহার করে শিক্ষা প্রতিষ্ঠানের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

এই প্রেক্ষাপটে রোববার (২৯ জুন) মাদরাসা শিক্ষা অধিদপ্তর উপপরিচালক (প্রশাসন) মোহাম্মদ আরিফুর রহমান মজুমদার বিশেষ সংবাদ বিজ্ঞপ্তি জারি করে প্রতিষ্ঠান প্রধানদের এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, মাদরাসা শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের নাম ব্যবহার করে শিক্ষা প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট ব্যক্তির এমপিওভুক্তিকরণ, এমপিওভুক্ত মাদরাসায় বিশেষ বরাদ্দ, উচ্চতর স্কেল, পদোন্নতি, ডিজির প্রতিনিধি মনোনয়নে সহযোগিতা, এমপিও শিটে নাম, পদবি, জন্ম-তারিখ সংশোধন, বকেয়া প্রদান, প্রশিক্ষণে শিক্ষক-কর্মকর্তা মনোনয়ন, ইনডেক্স প্রদান, ইনডেক্স কর্তন, অভিযোগ নিষ্পত্তিসহ অধিদপ্তরের বিভিন্ন কাজ করিয়ে দেওয়ার আশ্বাস/প্রলোভন দেখিয়ে বিভিন্ন মাধ্যমে মাদরাসায় শিক্ষক-কর্মচারীদের ফোন কল, হোয়াটসঅ্যাপ, সিগন্যাল, ফেসবুক, মেসেঞ্জার ইনস্টাগ্রামসহ বিভিন্ন অন-লাইন প্লাটফর্মে ভুয়া আইডি খুলে সরকারি লোগো, প্যাড, স্বাক্ষর এবং সিল জাল করে এক শ্রেণির প্রতারক চক্র বিকাশ, রকেট, নগদসহ বিভিন্ন মাধ্যমে টাকা হাতিয়ে নিচ্ছে দাবি করছে। ইতোমধ্যে মাদরাসা শিক্ষা অধিদপ্তরের বিভিন্ন কর্মকর্তার নামে একাধিক প্রতারক চক্র বিভিন্ন মাধ্যমে (হোয়াটস অ্যাপের মাধ্যমে কর্মকর্তার ছবি ব্যবহার করে) টাকা হাতিয়ে নিয়েছে বলে বেশকিছু অভিযোগ পাওয়া গেছে।

বলা হয়, মাদরাসা শিক্ষা অধিদপ্তরে সেবা গ্রহণের ক্ষেত্রে টাকা প্রদানের প্রয়োজন হয় না। মাদরাসা শিক্ষা অধিদপ্তর সুনির্দিষ্ট বিধিবিধানের ভিত্তিতে সেবা প্রদান করে থাকে। অর্থের বিনিময়ে বা উপহারের বিনিময়ে কোন কিছুই হওয়ার সুযোগ নেই। অধিদপ্তরের কার্যক্রম নিয়মিত ওয়েবসাইটে হালনাগাদ করা হয়ে থাকে। যে সব ফোন নম্বর দিয়ে বিকাশ, রকেট, নগদ বা অন্য কোন মাধ্যমে ফোন করে অর্থ দাবি করে সে সব নম্বরসমূহ চিহ্নিত করার জন্য প্রতিষ্ঠান প্রধান বা সংশ্লিষ্ট ব্যক্তি কর্তৃক মাদরাসা শিক্ষা অধিদপ্তরকে অবহিত করা প্রয়োজন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ ধরনের প্রতারক চক্র/ব্যক্তি বা মাদরাসা শিক্ষা অধিদপ্তর ও মাদরাসা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কথিত কর্মকর্তা কর্তৃক ই-মেইল, এসএমএস, ফোন, চিঠিপত্র কিংবা তাদের ব্যক্তিগত যোগাযোগের ভিত্তিতে কাউকে কোন অর্থ/উপহার না দেওয়ার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হলো।

মাদরাসা শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের নামে কেউ এ ধরনের অনৈতিক যোগযোগ করলে সেটা অধিদপ্তরকে সঙ্গে সঙ্গেই অবহিত করতে হবে এবং চক্রের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

#প্রধান শিক্ষক #কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ #শিক্ষার্থী #মাদরাসা শিক্ষার্থী